4G internet News
বর্তমানে বাংলাদেশে প্রায় ১৫ লাখ আইফোন ব্যবহারী রয়েছেন। প্রতিনিয়ত এই সংখ্যা বাড়ছে। কিন্তু বর্তমানে সময়ের সবচেয়ে দ্রুত গতির এই ইন্টারনেট সুবিধা পেতে কেন আইফোন ব্যবহারকারীদের বিলম্ব হবে?
মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোবাইলের ক্ষেত্রে ব্যবহৃত দেশীয় কোড (Bangladesh country code) হলো +৮৮০। কিন্তু অ্যাপেলের (apple) সব মোবাইল সেটে ৪জির ক্ষেত্রে এই কোডটি লক করা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরো জানা যায়, মোবাইল অপারেটররা এরই মধ্যে বিষয়টি বিটিআরসিকে (Bangladesh Telecommunications Regulatory Commission -BTRC)) জানিয়েছেন।
শীর্ষস্থানীয় মোবাইল অপারেটদের এক উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় গোপণ রাখার শর্তে জানান, আইফোন ডিভাইসকে এখন ৪জি নেটওয়ার্কের সাথে সমন্বয় করা বেশ জটিল হতে পারে। এই সমস্যার সমাধান করতে হলে আগে কান্ট্রি কোডকে আনলক করতে হবে।
এদিকে, বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, বিষয়টি তারা সম্প্রতি জানতে পেরেছেন। তবে, অপারেটরদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি বলেও জানান তিনি।
Technology Android Bangla tips
No comments