↘বিজ্ঞান-প্রযুক্তি : তাইওয়ানের বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড আসুস বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে জেনবুক ফ্লিপ এস-ইউএক্স ৩৭০ মডেলের নতুন কনভার্টেবল ল্যাপটপ।
১০.৯ মিলিমিটার পাতলা ও মাত্র ১.১ কেজি ওজনের এই হাল্কা ল্যাপটপটির ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে ঘুরিয়ে ব্যবহার করা যায়। অর্থাৎ ‘টু-ইন-ওয়ান’ সুবিধার হওয়ায় ল্যাপটপটিকে পছন্দ মতো ঘুরিয়ে ট্যাবলেট আকারে কিংবা প্রেজেন্টেশন এর উপযোগী করে ব্যবহার করা যাবে।
জেনবুক ফ্লিপ এস এর ডিসপ্লে ফুলএইচডি সমর্থিত, চার পাশের ব্যাজেল কম হওয়ায় এর স্ক্রিন আর বডি রেশিও ৮০ শতাংশ। ডিসপ্লের সুরক্ষায় ব্যবহৃত হয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস।
ল্যাপটপটিতে রয়েছে ইন্টেলের ৮ম প্রজন্মের কোর আই-৭ প্রসেসর, ১৬ গিগাবাইট ডিডিআর-৪ র্যাম এবং ৫১২ গিগাবাইট এসএসডি। আরো আছে ব্যাকলিট কিবোর্ড, গ্লাস কভার্ড টাচ প্যাড ও ফিঙ্গার প্রিন্ট রিডার। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ ১১.৫ ঘণ্টা পর্যন্ত। এর ভেতরকার ৩৯ ওয়াটের শক্তিশালী ব্যাটারি ফাস্ট চার্জিং টেকনোলজি সমর্থিত যা মাত্র ৪৯ মিনিটেই ৬০ শতাংশ পর্যন্ত চার্জ করে নিতে পারে। অপারেটিং সিস্টেম হিসেবে ল্যাপটপটিতে দেয়া আছে জেনুইন উইন্ডোজ ১০ প্রো। এতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সকল প্রিমিয়াম ফিচার সমর্থন করে যেমন উইন্ডোজ ইঙ্ক, যা ডিজাইনারদের জন্য বিশেষ ভাবে উপযোগী। এছাড়াও এতে উইন্ডোজ হ্যালো ব্যবহার করে বায়োমেট্রিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এছাড়াও ইন্সটেন্ট রিজিউম ব্যবহার করে দ্রুত চালু করা যাবে ল্যাপটপটি।
No comments